মেক্সিকোতে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৫ জন। স্থানীয় সময় রোববার দেশটির জনপ্রিয় ক্যানকান রিসোর্টের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর এএফপির।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে ৪৫ জন আরোহী ছিল। এদের মধ্যে অনেকেই বিদেশি নাগরিক।
বাসটি ক্যানকান শহর থেকে প্রতিবেশী ইউকাতান রাজ্যের মেরিদা শহরের দিকে যাচ্ছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়।
দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে ছুটে গেছেন প্যারামেডিক্স এবং উদ্ধারকারী দলের সদস্যরা। আহতদের উদ্ধার করে ক্যানকান জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে।
ক্যানকান শহরটি অন্যতম একটি পর্যটন স্থান। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের কাছে এটি বেশ জনপ্রিয়।
নদী বন্দর / পিকে