করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই প্রবল তুষারপাতের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের উত্তরের জনজীবন। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন বহু মানুষ।
বরফের আস্তরণে ঢাকা পড়েছে রাস্তা-ঘাট, বাড়ি-ঘরসহ অসংখ্য যানবাহন। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। নেই বিদ্যুৎ, নেই যোগাযোগের কোনো রকম পরিস্থিতি। আরও কয়েকদিন এমন দুর্যোগ চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উত্তরাঞ্চলের এই বেগতিক পরিবেশের রেশ পড়েছে রাজধানী টোকিওতেও। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায়, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে পারছেন না কেউ। উদ্ধারকর্মীরা রাস্তা ঠিক করার কাজ অব্যাহত রেখেছেন।
জানা গেছে, গত ৭২ ঘণ্টায় প্রবল তুষারপাতের ফলে প্রচুর মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, এবার জাপানের বিখ্যাত সাপ্পোরো স্নো ফেস্টিভ্যাল বাতিল হচ্ছে।
এর মাঝেই গত তিন দিন ধরে প্রবল তুষারপাতের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে নিগাতা ও গুনমা জেলা। ওই দুটি জেলার বিস্তীর্ণ এলাকায় সাড়ে ৬ ফুট উচ্চতা পর্যন্ত বরফও পড়েছে।
নদী বন্দর / পিকে