বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত ৫৪টি নদী বাঁচিয়ে রাখতে উৎস থেকে সাগর পর্যন্ত প্রবাহ বজায় রাখার জন্য ঢাকা ও দিল্লিকে চুক্তি স্বাক্ষরের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)।
রোববার (১৬ মে) ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস স্মরণে এক বিবৃতিতেতে এ দাবি জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়েছে, বাঁধ দিয়ে স্বল্পমেয়াদি সুবিধার জন্য নদীর গতি পরিবর্তন এই প্রাকৃতিক পানির উৎসগুলোকে মেরে ফেলছে। কাজেই নদীর অব্যাহত প্রবাহের সঙ্গে বাংলাদেশের জীবন-মরনের প্রশ্ন জড়িত।
বিবৃতিতে স্বাক্ষর করেন আইএফসির নিউ ইয়র্কের চেয়ারম্যান আতিকুর রহমান সালু, মহাসচিব সৈয়দ টিপু সুলতান, আইএফসি বাংলাদেশের সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন আহমাদ, সিনিয়র সহ-সভাপতি ড. এস আই খান, সাধারণ সম্পাদক সৈয়দ ইরফানুল বারী এবং আইএফসি সমন্বয়ক মোস্তফা কামাল মজুমদার।
নদী বন্দর / পিকে