নরসিংদীর রায়পুরায় সম্পত্তি ভাগাভাগি নিয়ে চাচার ছুরিকাঘাতে মো. সেলিম মিয়া (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।
রোববার (১৯ ডিসেম্বর) ভোরে ঢাকার নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সেলিম উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের চরআড়ালিয়া গ্রামের আবুল বাদশা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইলিয়াস এবং তার বড় ভাই আবুল বাদশার মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শনিবার বিকেল ৩টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইলিয়াস তার ভাতিজা সেলিম মিয়াকে ছুরিকাঘাত করেন। আশেপাশের লোকজন সেলিম মিয়াকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার নিউ লাইফ হাসপাতালের পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টায় তার মৃত্যু হয়।
আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নদী বন্দর / পিকে