কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় এ অভিযান শুরু হয়। ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় ভৈরব-ময়মনসিংহ রেল লাইনের পাশে সারাদিন এ অভিযান চলবে।
রেলওয়ে ডিভিশনাল এস্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সফি উল্লাহ জানান, ভৈরবের লক্ষ্মীপুর এলাকায় রেল লাইনে পাশে ৬০ ফুটের ভেতরে কোনো স্থাপনা গড়ে তোলার নিয়ম নেই। সেই কারণে অবৈধভাবে গড়ে তোলা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। এ অভিযান বিকেল পর্যন্ত চলবে।
তবে স্থানীয়দের অভিযোগ, যেসব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে সেখানে কিছু জায়গা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কৃষি জমি হিসেবে লিজ নিয়ে ঘর বাড়ি নির্মাণ করা হয়েছে। সেগুলোও উচ্ছেদ করা হচ্ছে।