টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কষ্ট সইতে না পেরে আত্মহত্যা করেছেন দিপক বাদ্যকর (২০) নামের এক যুবক। সোমবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দিপক বাদ্যকর আটিয়া মামুদপুর গ্রামের ঋষিপাড়ার পঞ্চ বাদ্যকরের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, দিপক বাধ্যকর মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুই মাস আগে স্ত্রী তাকে ছেড়ে একই ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামে বাবার বাড়ি চলে যান। এর কিছুদিন পর স্ত্রী তাকে তালাক দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন দিপক। সোমবার তিনি জানতে পারেন তার স্ত্রীর অন্য জায়গায় বিয়ের কথা চলছে। এ ঘটনায় সারাদিন মন খারাপ করেছিলেন। রাতে নিজকক্ষে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাজাহান জানান, স্ত্রী তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করার চেষ্টা করছে—এমন খবরে মনের দুঃখে দিপক আত্মহত্যা করেন। রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নদী বন্দর / বিএফ