রাঙামাটির কাপ্তাই হ্রদের ডুবো চরে চাষাবাদের ধুম পড়েছে। বোরো ধানের পাশাপাশি চলছে নানা জাতের সবজি ও তরমুজ চাষ। তাই ব্যস্ত সময় পার করছেন পাহাড়ের কৃষাণ-কৃষাণীরা।
অনেক জায়গায় তরমুজ তোলার কাজও শুরু হয়েছে। রাঙামাটি কাপ্তাই হ্রদের বুক চিরে ভেসে ওঠা শত শত একর জমিতে চাষাবাদের এমন চিত্র দেখা যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি ১০টি উপজেলার মধ্যে রাজস্থলী, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি, নানিয়ারচর ও বাঘাইছড়ি উপজেলায় ডুবো চরে চাষাবাদ হয়।
রাঙামাটির জলেভাসা জমির চাষী সুশান্ত চাকমা জানান, এ বছর খুব দ্রুত পানি কমেছে। তাই অনেক জমি ভেসে উঠেছে। এমন চিত্র দীর্ঘ বছরেও কখনো চোখে পড়েনি। তবে একদিকে সুবিধা হয়েছে। জমি থাকায় চাষাবাদ বেড়েছে। যেহেতু আগে ভাগে চাষ হয়েছে। আশা করছি বর্ষার আগেই ফসলও তোলার কাজ শেষ হবে।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পাল জানান, চলতি বছর রাঙামাটি কাপ্তাই হ্রদে বোরো ধানের আবাদ হয়েছে ৮ হাজার ৫৫ হেক্টর। এর মধ্যে হাইব্রিড ৪হাজার ৩২৫ হেক্টর ও উফশি জাতের ধান ৩ হাজার ৭৩০ হেক্টর।
তবে ধারণা করা হচ্ছে এ চাষাবাদ আরও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, হ্রদে পানি কম থাকায় বোরো ধানের চাষাবাদে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। গেল বছরের তুলনায় এবার বোরো ধানে চাষ হয়েছে দ্বিগুণ। বর্ষার আগেই মিলতে পারে ফসল। এতে ব্যাপক লাভবান হবে কৃষক।
নদী বন্দর/এসএইচ