1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
শিগগিরই বাজারে ঝড় তুলতে আসছে তুরস্কের গাড়ি! - Nadibandar.com
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

বিশ্বের বড় বড় সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিতে একের পর এক চমক দিয়ে যাচ্ছে তুরস্কের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টগ। নিজ দেশীয় বাজার জয়ের পর এখন পুরো ইউরোপ জয়ের মিশনে নেমেছে তাদের টি-১০এক্স, যা সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে চালিত এসইউভি ঘরানার একটি গাড়ি। এরই মধ্যে খবর, আরেকটি অত্যাধুনিক পরিবেশবান্ধব গাড়ি বাজারে ছাড়তে যাচ্ছে কোম্পানিটি।

নতুন গাড়িটির নাম রাখা হয়েছে টি-১০-এফ। এটি মূলত ৫ দরজার একটি ফাস্টব্যাক সিডান ঘরানার ইলেকট্রিক গাড়ি, যাতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি ও সুবিধা।

শনিবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদন অনুসারে, শুক্রবার (২২ আগস্ট) নিজেদের নতুন ফাস্টব্যাক মডেলের সিডান গাড়িটির সফল পরীক্ষা চালিয়েছে টগ। বিভিন্ন ধরনের জলবায়ু এবং রাস্তায় সফলভাবে পাস করেছে টি-১০এফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টগের পক্ষ থেকে লেখা হয়েছে, পরীক্ষার প্রতিটি ধাপ সফলভাবে অতিক্রম করেছে টি-১০এফ। দারুণ স্থায়িত্ব, উচ্চ কর্মক্ষমতা এবং উন্নত প্রযুক্তি নিয়ে শিগগিরই বাজারে আসতে যাচ্ছে গাড়িটি।

জানা গেছে, খুব সম্ভবত আগামী সেপ্টেম্বর থেকেই এই টগ টি-১০এফ পেতে প্রি-অর্ডার করতে পারবেন গ্রাহকরা। আর এই একই মাসে প্রথম ডেলিভারির বিষয়টি নির্ধারিত হবে বলে আশা করছে টগ।

উল্লেখ্য, এসইউভি ঘরানার টি-১০এক্স দিয়ে যাত্রা শুরুর পর থেকেই তুরস্কের বৈদ্যুতিক গাড়ির বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে টগ। চলতি বছরের প্রথমার্ধে টি১০এক্স মডেলের ১৭ হাজার ১০১টি ইউনিট বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এই হিসাব অনুযায়ী, তুরস্কের গাড়ির বাজারের ২০ শতাংশই টগ টি-১০এক্সের দখলে।

২০২৫ সালের শেষ নাগাদ এসইউভি ঘরানার এই গাড়িটির বিক্রি ৩০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠান। আর এমনটা ঘটলে যুক্তরাষ্ট্রের টেসলা এবং চীনের বিওইডি’র সম্মিলিত বিক্রিকেও ছাড়িয়ে যাবে গাড়িটি। টি-১০এক্সের এই অভাবনীয় সাফল্য অর্জনের পর এবার টি-১০এফ নিয়েও বাজার জয়ের স্বপ্ন দেখছে টগ।

নদীবন্দর/এএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com