মাগুরার শ্রীপুরে আট বছর বয়সি শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের ডিএনএ প্রতিবেদন পুলিশের হাতে এসেছে। শিগগির আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, “আমাদের কাছে ডিএনএ প্রোফাইল রিপোর্ট এসেছে। এরই মধ্যে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
“সবই পজিটিভ; আমরা খুব শিগগির অভিযোগপত্র দিয়ে দেব।”
মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছর বয়সি শিশুটি ধর্ষণের শিকার হয়। তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখান থেকে ঢাকা মেডিকেল হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলেও শিশুটিকে বাঁচানো যায়নি। গত ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঘটনার শুরু থেকেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
এ ঘটনায় শিশুটি বোনের শ্বশুর হিটু শেখকে প্রধান করে চারজনের নামে মামলা করেন মা। চার আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে প্রধান আসামি হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
নদীবন্দর/জেএস