ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্বে ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ শেষে এবার নগরভবনের সমনে চলছে ব্লকেড কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানের প্রধান সড়ক অবরোধ করা হয়েছে। ফলে রাজধানীর অন্যতম ব্যস্ত এ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি করেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে গুলিস্তান মাজারের সামনে অবস্থান নিয়ে সড়ক আটকে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। এতে বংশাল ও পল্টনমুখী সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশেপাশের এলাকাতেও দেখা দিয়েছে তীব্র যানজট। এতে অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা ডিএসসিসি আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল এসে প্রথমে গুলিস্তান মাজারের সামনে এবং নগরভবনের সামনে জড়ো হয়। এরপর ইশরাকের শপথ নিতে বিলম্ব উল্লেখ করে এর প্রতিবাদ জানাচ্ছেন। ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’; ‘শপথ নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’; ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’; ‘দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ’; ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ ইত্যাদি স্লোগানে উত্তাল পুরো এলাকা।
ইশরাকপন্থি কর্মকর্তা-কর্মচারীরা নগরভবনের মূল ফটক এবং অন্যান্য বিভাগের গেটে তালা লাগিয়ে রেখেছেন। ফলে নগরভবনে প্রবেশ করা যাচ্ছে না এবং সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগরভবনের সামনে আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে, এই কর্মসূচিকে ঘিরে দুর্ভোগে পড়েছেন মানুষ। সাধারণ যাত্রীরা বলছেন, এখন প্রতিদিনই কোনো না কোনো আন্দোলনে দুর্ভোগ তৈরি হচ্ছে। এ বিষয়ে সরকারকে আন্তরিকভাবে সমস্যার সমাধান করতে হবে এবং যারা আন্দোলনে নামছেন, তাদেরও সংযত হতে হবে।
নদীবন্দর/ইপিটি