উড্ডয়নের পরপরই বিমানে দেখা দেয় যান্ত্রিক গোলযোগ, খুব বেশি কিছু করার সময়ও পাননি পাইলট। মাত্র তিন মিনিট উড়েই আবাসিক একটি ভবনে আছড়ে পড়ে বিমানটি; সঙ্গে সঙ্গে ধরে যায় আগুন। ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন।
মর্মান্তিক এ বিমান দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায়। দেশটির রাজধানী নাইরোবিতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, নাইরোবিতে চিকিৎসা সেবাদানকারী সংস্থা আমরেফ ফ্লাইং ডক্টরসের মালিকানাধীন ছিল বিধ্বস্ত বিমানটি।
সংস্থাটি জানায়, বৃহস্পতিবার দুপুরে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইসা গন্তব্যে যাত্রা করা বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই শহরের গিথুরাই এলাকায় একটি আবাসিক ভবনের ওপর ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়।
কিয়াম্বু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা জানান, বিমানে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। চিকিৎসক, নার্স ও পাইলট রয়েছেন এদের মধ্যে। এছাড়া নিচে থাকা আরও দুইজন প্রাণ হারান এ ঘটনায়। সেইসঙ্গে আরও দুজন গুরুতর আহত হন।
কেনিয়া সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের তিন মিনিট পরই বিমানটির সঙ্গে রাডার ও রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারী দল পাঠানো হয়েছে।
আমরেফ ফ্লাইং ডক্টরস জানায়, বিমানে তাদের চারজন কর্মী ও ক্রু সদস্য ছিলেন। সংস্থাটির প্রধান নির্বাহী স্টিফেন গিতাউ বলেন, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে বিমান কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দলের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি আমরা। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে কেনিয়া ডিফেন্স ফোর্স ও জাতীয় পুলিশ বাহিনী।
নদীবন্দর/এএস