নেদারল্যান্ডসের সাধারণ নির্বাচনে দেশটির মধ্যপন্থী দল ডি৬৬ সর্বাধিক ভোট পেয়েছে বলে শুক্রবার নিশ্চিত করেছে ডাচ বার্তা সংস্থা এএনপি। এই জয়ের মাধ্যম নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে কমবয়সী ও প্রথম প্রকাশ্যে সমকামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলটির নেতা রব জেটেন।
গত বুধবার উত্তর-পশ্চিম ইউরোপের দেশটিতে নির্বাচন অনুষ্ঠীত হয়। যদিও ডাচ নির্বাচন কমিশন এখনো আনু্ষ্ঠানিক ফলাফল ঘোষণা করেনি। তবে দেশের সমস্ত পৌরসভা থেকে প্রাপ্ত তথ্যের বরাতে এএনপি জানিয়েছে, প্রায় সব ভোট গণনার পর ইইউ-পন্থী ডি৬৬ গির্ট উইল্ডার্সের কট্টর ডানপন্থী ফ্রিডম পার্টি (পিভিভি) পেছনে ফেলে দিয়েছে।
এএনপির এই ঘোষণার ভিত্তিতে জেটেন নিজের বিজয় দাবি করেন এবং বাম ও ডানপন্থী মূলধারার দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘দেশের ভোটাররা পরিষ্কারভাবে জানিয়েছেন, এখন সবার সহযোগিতা প্রয়োজন। আমরা এমন একটি সংখ্যাগরিষ্ঠ জোট গঠন করতে চাই, যারা বাসস্থান, অভিবাসন, জলবায়ু ও অর্থনৈতিক ইস্যুতে আগ্রহ নিয়ে কাজ করবে।’
এদিকে তার দল সর্বাধিক আসন পাওয়ার পথে থাকায়, জেটেন নেদারল্যান্ডসের প্রথম প্রকাশ্যে সমকামী প্রধানমন্ত্রী হবেন, যদিও যৌনতা তার রাজনৈতিক প্রচারণায় মুখ্য ভূমিকা নেয়নি।
৩৮ বছর বয়সী জেটেন প্রচারণার সময় নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন—একজন জলবায়ু মন্ত্রী থেকে হয়ে উঠেছেন উদ্যমী, ইতিবাচক ও আশাবাদী রাজনীতিবিদ। ‘হ্যাঁ, আমরা পারি’ এ ধরনের বার্তা ও দক্ষ প্রচারণা কৌশলে তিনি তরুণ ভোটারদের পাশাপাশি কেন্দ্রপন্থী ও কিছু ডানপন্থী ভোটারকেও আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন।
২০২১ সালে টিকটকে এক ডাচ রাজনীতিবিদের সঙ্গে জেটেনের রোমান্টিক ভিডিও ভাইরাল হয়, যা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। পরবর্তীতে তিনি আর্জেন্টিনার আন্তর্জাতিক হকি খেলোয়াড় নিকোলাস কিনানের সঙ্গে সম্পর্কে জড়ান, আগামী বছরের আগস্টে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এলজিবিটিকিউ অধিকার সুরক্ষার জন্য পরিচিত নেদারল্যান্ডস ২০০০ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে সমকামী বিবাহ বৈধতা দিয়েছিল।
সূত্র: রয়টার্স
নদীবন্দর/এএস