পার্বত্যাঞ্চলে শিক্ষা ও সড়ক যোগাযোগের উন্নয়নের মাধ্যমে আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, রাঙামাটির নানিয়ারচরে সঙ্গে লংগদু উপজেলার সংযোগ সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এ সংযোগ সড়ক তৈরি হলে সড়কের ভোগান্তি কমবে রাঙামাটির নানিয়ারচর-লংগদু-বাঘাইছড়ি উপজেলাবাসীর।
রবিবার রাঙামাটি রাঙাপানি এলাকায় ডিস্ট্রিক্ট কাউন্সিল রেসিডেনসিয়াল কলেজ উদ্বাধন করতে গিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এসব কথা বলেন।
এসময় রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতিয়ার রহমান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ, রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ও রাঙামাটি সেনা জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসনে চৌধুরী ও রাঙামাটি সেনা রিজিয়নের লে. কর্নেল মো. মাহাতাব উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, শিক্ষায় উন্নত করতে হলে ভাষার বিকল্প নেই। পার্বত্যাঞ্চলের ছেলে-মেয়েদের বাংলা ভাষার পাশপাশি ইংরেজি ভাষায়ও দক্ষতা বাড়াতে বিদ্যালয়গুলোকে বাংলা বই ছাড়া অন্যান্য বইগুলো ইংরেজিতে রূপান্তরিত করতে হবে।
তিনি বলেন, পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বর্তমান সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। উপদেষ্টা সরকারের কাজের সহায়তা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নদী বন্দর/এসএইচ